আ.লীগ নেতাদের কঙ্কালেরও ফাঁসি দেওয়া হবে : হেলালুজ্জামান

শেখ হাসিনা আপনাকে বলতে চাই- হত্যা, গুম, খুন, অত্যাচার, জুলুম অনেক করেছেন। যা ইচ্ছে তাই করেছেন। মানুষের হাহাকার কান্না আপনি শুনতে পান না। কিন্তু আমরা শুনতে পাই। আপনার এই অপরাধের বিচার হবে গণ আদালতে।

আ.লীগ নেতাদের কঙ্কালেরও ফাঁসি দেওয়া হবে : হেলালুজ্জামান

প্রথম নিউজ, চাঁপাইনবাবগঞ্জ: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আর বেশি দিন সময় লাগবে না, সময় এসে গেছে। টলমল গদি, আমাদের হতে হবে শক্তিশালী। শেখ হাসিনা আপনাকে বলতে চাই- হত্যা, গুম, খুন, অত্যাচার, জুলুম অনেক করেছেন। যা ইচ্ছে তাই করেছেন। মানুষের হাহাকার কান্না আপনি শুনতে পান না। কিন্তু আমরা শুনতে পাই। আপনার এই অপরাধের বিচার হবে গণ আদালতে। এ দেশের মানুষ আপনাদের বিচার করবে। আওয়ামী লীগ নেতাদের যদি কারও মৃত্যু হয়, তাহলে কঙ্কালেরও ফাঁসি দেওয়া হবে। এদেশের মানুষ আপনাদের ছাড়বে না। 

শনিবার (২০ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গায়েবি মামলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদসহ সরকার পতনের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এ জনসমাবেশের আয়োজন করা হয়। 

হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, জুলুম করে আমাদের মাথার ওপর বসে আছে আওয়ামী লীগ সরকার। আমাদেরকে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেশে চলমান হত্যা, গুম, খুন বন্ধ করতে হবে। বাজারে গিয়ে মানুষ কাঁদে, অনেকেই খেতে পারছে না। মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। এসব জুলুম-নির্যাতন রোধ করার এখনই মোক্ষম সময়। প্রতিরোধ গড়ে তুলতে সকলকে প্রস্তত থাকতে হবে। 

তিনি আরও বলেন, তারেক রহমান দেশের মানুষের মুক্তির জন্য কাজ করছেন, বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন। এদেশের মানুষকে জুলুম থেকে রক্ষা করাই এখন তার প্রধান লক্ষ্য। তারেক রহমানের কারণে আজ বিশ্ব শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে না। শেখ হাসিনার নেতৃত্বের সময়ের নানা চিত্র বিশ্ব দরবারে তুলে ধরেছেন তারেক রহমান। যার কারণে সম্প্রতি শেখ হাসিনা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য থেকে খালি হাতে ফিরেছেন। 

হেলালুজ্জামান তালুকদার বলেন, শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে হবে। কথায় কথায় ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার নাকি কোনো দিনও আসবে না। কেন আসবে না? আপনারা ১৭৩ দিন হরতাল দিয়েছেন এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। শ্রীলঙ্কার রাজনীতিবিদদের মতো আপনাদের অবস্থা করবে দেশের মানুষ। 

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেক সৈয়দ শাহিন শওকত বলেন, ইতোমধ্যে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে৷ বিএনপির নেতাকর্মীদের তীব্র আন্দোলনের মুখে অবৈধ ক্ষমতাসীন আ.লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। তাদের হাতে দেশ নিরাপদ নয়। সকলকে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশকে মুক্ত করতে হবে। 

জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে জনসমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগাঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম প্রমুখ।