আ.লীগ কখনও বানরের ভেংচিতে ভয় পায় না: শাজাহান খান
শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর কাওলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রথম নিউজ, ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত নতুন করে নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তারা আবার আগুন সন্ত্রাস সৃষ্টি করার চেষ্ট করছে। আমাদের ভয় দেখায়। মনে রাখবেন, আওয়ামী লীগ কখনও বানরের ভেংচিতে ভয় পায় না। আওয়ামী লীগ কারও ভয়ে ভীত নয়।
শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর কাওলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। গত শনিবার এই সমাবেশ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন করা হয়।
আওয়ামী লীগ কখনও বানরের ভেংচিতে ভয় পায় না উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সংগঠন। সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশের অগ্রগতি সম্পর্কে আমরা সবাই জানি। উন্নয়ন কী হচ্ছে না হচ্ছে, আমরা জানি।’
মানুষ কাকে ভোট দেবে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যারা অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মেরেছে, যারা গাড়ি পুড়িয়েছে, বাড়ি পুড়িয়েছে, যারা ১৯৭১ সালে আমার মা-বোনকে ধর্ষণ করেছে, ৩০ লাখ মানুষ হত্যা করেছে— তাদের কি মানুষ ভোট দেবে? মানুষ তাদের ভোট দিতে পারে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছি বারবার। এবারও আমরা তাই করবো।’
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে শাজাহান খান বলেন, ‘ওই কেয়ারটেকার সরকার আমিজপুরের কবরস্থানে দাফন হয়ে গেছে। বাংলাদেশে আর কেয়ারটেকার সরকার আসবে না।’
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন— দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মোহাম্মদ এ আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি প্রমুখ।