আরটিএম কার্ড কী? কীভাবে মোস্তাফিজের কাজে লাগবে এই কার্ড?
প্রথম নিউজ, খেলা ডেস্ক: আর অল্প সময় পরই শুরু হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। দুই দিন ব্যাপী এই নিলাম শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায়। নিলামে আছে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। গত আসরের দল থেকে সর্বোচ্চ ৬জন করে ধরে রাখতে পেরেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মোস্তাফিজকেও ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু এবার চাইলে নিলাম থেকে ফের তারা মোস্তাফিজকে কিনতে পারে। কিন্তু কীভাবে?
মোস্তাফিজকে দলে ভেড়াতে চেন্নাইকে আরটিএম কার্ডের আশ্রয় নিতে হবে। এই আরটিএম কার্ড কী? আগেই বলা হয়েছে যে, সর্বশেষ আসর থেকে সর্বোচ্চ ৬ জনকে ধরে রাখতে পেরেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই ৬ জনের মধ্যে সর্বোচ্চ ৫ জন এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা (ক্যাপড), সর্বোচ্চ ২ জন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা (আনক্যাপড) খেলোয়াড়।
এই ছয়জন খেলোয়াড়কে ধরে রাখার দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে নিলামের আগে সরাসরি চুক্তি করা। আরেকটি রাইট টু ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহার। পুরোনো ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেওয়ার পর কোনো খেলোয়াড় নিলামে গেলে তাকে বিভিন্ন দল বিড করে। বিডিং শেষ হওয়ার পর পুরোনো ফ্র্যাঞ্চাইজিকে জিজ্ঞাসা করা হবে যে তারা এই খেলোয়াড়ের জন্য আরটিএম কার্ড ব্যবহার করতে চায় কি না। সেই দল চাইলে তখন নিলামে যত সর্বোচ্চ দাম উঠেছিল, একই দামে ওই খেলোয়াড়কে কিনে নিতে পারবে।
এই আইনেই মোস্তাফিজকে আবারও দলে নিতে পারে চেন্নাই। ধরা যাক, মোস্তাফিজ নিলামে ওঠার পর তার জন্য মুম্বাই সর্বোচ্চ ২ কোটি দাম হাঁকল। এখন চেন্নাই চাইলে আরটিএম কার্ড ব্যবহার করে সেই ২ কোটি দামে আবার মোস্তাফিজকে কিনে নিতে পারবে। তবে এক্ষেত্রে চেন্নাই রাজি হলে সর্বোচ্চ দাম হাঁকা ফ্র্যাঞ্চাইজিটিকে আরেকবার দাম বলার সুযোগ দেওয়া হবে। এরপরও যদি মোস্তাফিজককে চেন্নাই কিনতে চায়, তাহলে বাড়তি দাম দিয়েই কিনতে হবে।