আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে সাকিবকে
প্রথম নিউজ, ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে টাইগার শিবিরে বড় দুশ্চিন্তার নাম অধিনায়ক সাকিব আল হাসান। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ দ্বিতীয়বারের মতো বাঁ পায়ের পেশি স্ক্যান করানোর জন্য হাসপাতালে যাচ্ছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয়।
বুধবার (১৮ অক্টোবর) বাঁ পায়ের পেশির স্ক্যান করাতে টাইগার অধিনায়ক সাকিবকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। এ কারণেই বিকেলে দলের ঐচ্ছিক অনুশীলনে যোগ নাও দিতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে স্ক্যানে কোনো সমস্যা না পেলে ঐচ্ছিক অনুশীলনে যোগ দিতে পারেন সাকিব।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রতিযোগিতায় নিজেদের চতুর্থ ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবারের আসরে তিন ম্যাচের মধ্যে প্রথমটিতে আফগানিস্তানকে হারিয়েছিল টাইগাররা। পরের দুটিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ দল। আর তাই সেমিফাইনাল খেলতে হলে স্বাগতিক ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই। তবে রোহিত-কোহলিদের বিরুদ্ধে নামার আগে টাইগার শিবিরে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক সাকিবের ইনজুরি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন সাকিব। সেদিন নিজের দশ ওভারের কোটাও পূরণ করেন টাইগার অধিনায়ক। ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানও সংবাদ সম্মেলনেও অনুপস্থিত ছিলেন সাকিব। সহকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, বাঁ পায়ে চোট পাওয়ায় স্ক্যান করাতে হাসপাতালে গিয়েছেন সাকিব ভাই। তবে পরে জানা যায়, বাঁ পায়ের মাংসপেশি ছিঁড়ে গেছে বিশ্বসেরা অলরাউন্ডারের।
গত ১৬ অক্টোবর সাকিবের সবশেষ অবস্থা জানিয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, ‘যেহেতু মাসলে চোট পেয়েছে সেহেতু টিয়ার থাকবেই। কতটা রিকভারি হয়েছে সাকিবের এটা দেখতে হবে। এটা যে ধরনের চোট হাটলেও ব্যাথা হয়। তবে সাকিবের মাশাআল্লাহ এরকম কিছুই নেই। যার জন্য আমরা আশাবাদী। ধীরে ধীরে হাঁটা ও মাঠে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তাহলে সে খেলতে পারবে। আমরা চাই না সাকিব কোনো ধরনের ঝুঁকি নিক।’