অন্তর্বর্তী সরকার একটি কঠিন সময়ে পড়েছে: মান্না

অন্তর্বর্তী সরকার একটি কঠিন সময়ে পড়েছে: মান্না

প্রথম নিউজ, অনলাইন: অন্তর্বর্তী সরকার ছয় মাস পর এসে একটি কঠিন সময়ে পড়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র সংস্কার ফোরাম নামের একটি সংগঠনের উদ্যোগে ‘নির্বাচন সংস্কার বিশ্লেষণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান মান্না বলেন, এটা তো সত্যি যে উনি (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস) দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেননি। জিনিসের দাম কমাতে পারেননি। ইনভেস্টমেন্ট বাড়েনি, ইনকাম রেট বাড়েনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল।

সংস্কারের ওপর রাগটাগ করে লাভ নেই মন্তব্য করে তিনি বলেন, সংস্কার সর্বাংশে ভালো জিনিস। সংস্কার করার ব্যাপারে সমগ্র জাতি এখন ঐক্যবদ্ধ আছে। সংস্কারটা কতখানি লাগবে, এটাই প্রশ্ন। তবে ইউনূস সাহেব বলেছেন, সংস্কারের প্রশ্নে কোনো বিষয়ে ন্যূনতম যে ঐকমত্য হবে, সরকার ততটুকু সংস্কার করবে, কোনো সংস্কার তিনি চাপিয়ে দেবেন না। কিন্তু এ পর্যন্ত সংস্কার প্রসঙ্গে যত আলোচনা হয়েছে, তাতে একটা বিষয়ে ঐকমত্য দেখতে পেয়েছেন, সেটা হলো প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। এর বাইরে অন্য কোনো বিষয়ে ঐকমত্য দেখা যায়নি।

মান্না বলেন, আওয়ামী লীগের বিচার করতে হবে, অনেকে দাবি করছেন। এর আগে ভোট হবে না। কিন্তু দেখা গেল, বিচার করতে করতে ছয় বছর লেগে গেল। তখন তো জনগণ মেনে নেবে না। তাই সবকিছু আবেগ ও রাগ দিয়ে বিচার করলে হবে না।
সভায় জাতীয় পার্টির (রওশন) সাবেক নেতা গোলাম সারোয়ার মিলন, নিরাপদ সড়ক চাই-এর (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, রাজনৈতিক বিশ্লেষক আমিরুল করিম প্রমুখ বক্তব্য রাখেন।