আবারও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব চান তাজুল ইসলাম
প্রথম নিউজ, ঢাকা : দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে যে কোনো কাজ করার জন্য প্রস্তুত। তবে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে চলমান কাজগুলো শেষ করতে পারবেন বলে জানিয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম।
আগের মন্ত্রিসভায় তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের পাশাপাশি তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে, দেশের তৃণমূল পর্যন্ত আমূল পরিবর্তন করা সম্ভব।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে যে কোনো কাজ করার জন্য প্রস্তুত। তবে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে চলমান কাজগুলো শেষ করব।
উল্লেখ্য, নতুন মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গভবনে শপথ নেবেন। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথের পর দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী।