আবারও উত্তপ্ত মণিপুর, সেনা তলব, কারফিউ, সতর্ক প্রশাসন
সোমবার রাতে মণিপুরের রাজধানীতে সেনার সংখ্যা বাড়ানো হয়েছে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: আবার উত্তপ্ত ভারতের মণিপুর। ৩রা মে জাতিগত দাঙ্গায় মণিপুরে প্রায় একশ জন নিহত হন। সোমবার দুপুরে ইমফল শহরের চেনতাই অঞ্চলে আবার শুরু হয় মেইতেই সম্প্রদায় ও কুকি সম্প্রদায়ের দুটি গোষ্ঠীর মধ্যে। অচিরেই তা হিংসাশ্রয়ী হয়ে ওঠে। ধারালো অস্ত্র বেরিয়ে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। প্রশাসন কোনও ঝুঁকি নেয়নি। সেনা তলব করা হয়। ইমফল শহরে কারফিউ জারি করা হয়। রাতের খবর, চেনতাই অঞ্চলে যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, তা ছড়িয়ে পড়েছে শহরের অন্যত্রও। সেনাবাহিনীর টহল শুরু হয়েছে। কারফিউ অমান্য করে মেইতেই সম্প্রদায়ের সঙ্গে কুকি ও নাগাদের সংঘর্ষ চলছে। সোমবার রাতে মণিপুরের রাজধানীতে সেনার সংখ্যা বাড়ানো হয়েছে।