আফগানিস্তান টেস্ট দলের একাংশ ঢাকায়
প্রথম নিউজ, ডেস্ক : আগামী ১৪ জুন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। লাল বলের ক্রিকেট খেলতে দুই ধাপে ঢাকায় পৌঁছাবে আফগান দল। শনিবার সকাল ১১ টায় প্রথম গ্রুপটি ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। শনিবার বিকাল ৫টায় দ্বিতীয় গ্রুপের সদস্যদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা দলটি ঢাকায় পা রেখেছে আজ সকালে। অন্যদিকে বাকি ক্রিকেটাররা ক্যাম্পে ছিলেন। তারা বিকালে আসছেন। বিসিবির লজিস্টিক বিভাগ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।
মিরপুরে প্রথম টেস্ট খেলে আফগানিস্তান দলের ভারত যাওয়ার কথা রয়েছে। ঈদের ছুটি শেষে জুলাইয়ের শুরুতে আবার ঢাকায় ফিরবে আফগানরা। এরপর ৫ জুলাই শুরু হবে তিন ওয়ানডের সিরিজ, বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। ১৪ ও ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজের আনুষ্ঠানিকতা।
এবার অবশ্য স্বস্তির বিষয় যে টেস্ট দলে নেই রশিদ খান। লাল বলে রশিদ যে ভয়ঙ্কর সেই প্রমাণ মিলেছিল ২০১৯ সালে চট্টগ্রাম টেস্টে। বাংলাদেশি ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। গত বুধবার ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ১৫ সদস্যের এই দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে আসবেন আরও ৪ জন।
শনিবার ঢাকায় এসেই রবিবার বিশ্রাম নিয়ে সোমবার থেকে পুরোদমে অনুশীলন করবে হাশমতউল্লাহ শহীদীর দল।
আফগানিস্তান স্কোয়াড: হাসমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ (সহঅধিনায়ক), আফসার জাজাই (উইকেটকিপার), ইকরাম আলিখাইল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভীদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমদজাই ও নিজাত মাসুদ।