আনন্দভ্রমণে গিয়ে কলেজছাত্রীর মৃত্যু

বন্ধু ও সহপাঠীদের সঙ্গে আনন্দভ্রমণে গিয়ে বিলের পানিতে ডুবে জুঁই আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

আনন্দভ্রমণে গিয়ে কলেজছাত্রীর মৃত্যু
আনন্দভ্রমণে গিয়ে কলেজছাত্রীর মৃত্যু

প্রথম নিউজ, কিশোরগঞ্জ : বন্ধু ও সহপাঠীদের সঙ্গে আনন্দভ্রমণে গিয়ে বিলের পানিতে ডুবে জুঁই আক্তার (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল গ্রামের পাশে এ ঘটনা ঘটে।  জুঁই শহরের হয়বতনগর এলাকার মো. হোসেন মিয়ার মেয়ে এবং  সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে স্বজনদের সঙ্গে ছোট ভাইয়ের শ্যালকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যশোদল গ্রামে যান জুঁই। সকালে বিয়েবাড়ি থেকে বন্ধু-সহপাঠীদের নিয়ে পাশের বর্ষার বিলে নৌকা নিয়ে ঘুরতে যান সবাই। 

এ সময় একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে গেলে পানিতে পড়ে নিখোঁজ হন জুঁই। এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom