আদালতের নির্দেশ সত্ত্বেও রিজভীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, অভিযোগ স্ত্রীর

‘আদালতে রুহুল কবির রিজভীকে দেখার পর নিজেকে বিশ্বাস করাতে পারিনি। তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন।

আদালতের নির্দেশ সত্ত্বেও রিজভীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, অভিযোগ স্ত্রীর
আদালতের নির্দেশ সত্ত্বেও রিজভীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, অভিযোগ স্ত্রীর

প্রথম নিউজ, ডেস্ক : আদালতের নির্দেশ সত্ত্বেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আরজুমান আরা বেগম।

আরজুমান সাংবাদিকদের বলেন, ‘বুধবার সকালে মামলার হাজিরার জন্য তাকে (রিজভী) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার সিএমএম কোর্টে আনা হয়। আদালতে আনার পর রাখা হয় হাজতখানায়। পরে তার শারীরিক অসুস্থতা ও মামলা-সংক্রান্ত বিষয়ে স্বামীর সঙ্গে দেখা করতে আইনজীবীর মাধ্যমে আদালতের অনুমতি চাই। আদালত আবেদনটি মঞ্জুর করে সাক্ষাতের অনুমতি দেন। ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলামকেও সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। কিন্তু হাজতখানার ওসি দুই ঘণ্টা অপেক্ষা করিয়েও কাউকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে দেননি।’

রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম আরও বলেন, ‘আদালতে রুহুল কবির রিজভীকে দেখার পর নিজেকে বিশ্বাস করাতে পারিনি। তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। তার শরীর ভালো নেই, উন্নত চিকিৎসা দরকার। আমরা তার নিয়মিত খোঁজখবর পাই না। এর আগে গত ২৩ জানুয়ারি রিজভী কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।’

রিজভীর প্যানেল আইনজীবী মশিউর রহমান শান্ত বলেন, ‘রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তিনি গত ৮ ডিসেম্বর থেকে পল্টন থানার মামলায় কারাগারে বন্দি। তার অসুস্থতা ও মামলাজনিত কারণে স্ত্রী আরজুমান আরা বেগম ও চিকিৎসকের সাক্ষাৎ প্রদান জরুরি। এ বিষয়ে আমরা আদালতের কাছে আবেদন করলে তা মঞ্জুর করা হয়। কিন্তু হাজতখানার ওসি আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন’। তবে এ বিষয়ে হাজতখানার ওসির বক্তব্য পাওয়া যায়নি।

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। সেদিন রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়। সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক হওয়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে একমাত্র রুহুল কবির রিজভী এখনো কারাগারে আছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: