আট বছর আগের ইয়াবা মামলায় যুবকের কারাদণ্ড

আট বছর আগের ইয়াবা মামলায় যুবকের কারাদণ্ড

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় দায়ের হওয়া মাদক মামলায় মো. সবুজ (৩২) নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি সবুজ আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, আসামি সবুজ ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা নতুন পাড়ার বাসিন্দা মানিক মিয়ার ছেলে। ২০১৫ সালের ২১ জুন নগরের ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ইপিজেড থানায় মামলা হয়। ২০১৬ সালের ২৩ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে বিচার শুরু হয়।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, মামলাটির বিচারিক প্রক্রিয়ায় সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে সাজা দেওয়া হয়েছে।