আজ এক রাতেই বাংলাদেশের ‘তিন’ ম্যাচ
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক রাত অপেক্ষা করছে আজ
প্রথম নিউজ, ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক রাত অপেক্ষা করছে আজ। কেননা একইসময়ে মাঠে থাকবে বাংলাদেশের তিনটি দল। তিনটি দলই খেলবে কুড়ি ওভারের টি-টোয়েন্টি ম্যাচ। তবে তিন দল খেলবে তিনটি ভিন্ন মাঠে।
রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একইসময় রোড সেফটি সিরিজে ভারতীয় লিজেন্ডস দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ লিজেন্ডস দল।
এর এক ঘণ্টা পর রাত ৯টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গুরুত্ব বিবেচনায় এই ম্যাচটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে ওঠার মাধ্যমে এরই মধ্যে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ নারী দল। আজ জিতলে বাছাইয়ের শিরোপা নিয়েই দেশে ফিরতে পারবে তারা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে নারী দলের ম্যাচটি। যা সরাসরি কোনো টিভিতে দেখা যাবে না। তবে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে।
এখন পর্যন্ত আইরিশ নারীদের বিপক্ষে দশ ম্যাচ খেলে সাতটিই জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে আর কোনো দেশের বিপক্ষে এর বেশি জয় নেই বাংলাদেশের নারীদের। আজ এটিকে আটে নেওয়ার মিশনে নামবেন তারা।
নারীদের ভেন্যু থেকে ত্রিশ মিনিটের দূরত্বে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুবাইয়ে বিশেষ অনুশীলন ক্যাম্পের মধ্যে এ সিরিজের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে বেসরকারি টেলিভিশন গাজী টিভির পর্দায়। আরব আমিরাতের বিপক্ষে ২০১৬ সালে খেলা একমাত্র ম্যাচে ৫১ রানে জিতেছিল বাংলাদেশ দল।
দুই জাতীয় দলের বাইরে ভারতের আমন্ত্রণমূলক রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারতীয় লিজেন্ডস দলের মুখোমুখি হবে মোহাম্মদ শরীফের নেতৃত্বাধীন বাংলাদেশ লিজেন্ডস দল। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিই হেরেছে বাংলাদেশ লিজেন্ডস।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews