আচরণবিধি লঙ্ঘন: যুবলীগ সম্পাদক নিখিলকে শোকজ

নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য ঢাকা দায়রা জজ মো. মামুনুর রহমান ছিদ্দিকের সই করা এক চিঠিতে তাকে এই শোকজ করা হয়। আগামী শনিবার তাকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: যুবলীগ সম্পাদক নিখিলকে শোকজ

প্রথম নিউজ, ঢাকা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। অনুমতি না নিয়ে হজরত শাহ আলী মাজারের মূল ফটকে নির্বাচনী সমাবেশ করায় এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলো।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য ঢাকা দায়রা জজ মো. মামুনুর রহমান ছিদ্দিকের সই করা এক চিঠিতে তাকে এই শোকজ করা হয়। আগামী শনিবার তাকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শোকজের চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা নং-১৮৭ ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নং- ৭, ৮, ৯, ১০, ১১, ১২ এবং সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন) এর সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আপনি আগে অনুমতি ছাড়াই ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর হজরত শাহ আলী মাজারের মূল ফটকের ভেতরে নির্বাচনী সমাবেশ করেন।

পূর্বনির্ধারিত কর্মসূচিতে নেতাকর্মী ও সমর্থকদের বসার জন্য মাজার চত্বরে মূল ফটকের ভেতরে চেয়ার-টেবিলের ব্যবস্থা করা হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন। সন্ধ্যা সোয়া ৭টায় সভা শেষে আপনি দলীয় প্রতীক নৌকার সমর্থনে স্লোগানমুখর নেতাকর্মীদের নিয়ে গাবতলী অভিমুখে সড়কে প্রদক্ষিণ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চিঠিতে আরও বলা হয়, একইদিনে এই কমিটির অনুসন্ধানকালে দেখা যায় যে, আপনার পক্ষে রূপনগর আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে ও গাবতলী বাস টার্মিনাল এলাকার হোটেল আরিফ ভবনে ও সামনে নির্ধারিত মাপের চেয়ে বড় এবং রঙিন ব্যানার টাঙিয়ে বহু সংখ্যক ব্যক্তির ছবি সম্বলিত প্রচারণা চালানো হচ্ছে। এই ঘটনা দুটি যথাক্রমে বিধিমালার বিধি ৬ (খ)/ ৬(গ)/ ৬ (ঘ)/ ১১(খ) ও ৭(৩)/৭(৪)/ ৯(খ) এর সুস্পষ্ট লঙ্ঘন।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন বরাবর অনুসন্ধান প্রতিবেদন কেন পাঠানো হবে না- এ বিষয়ে আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির সামনে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলেছে কমিটি।