আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের গণস্বাক্ষর কর্মসূচি

প্রথম নিউজ, অনলাইন: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ। শনিবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা দক্ষিণ মহানগর গণঅধিকার পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
সুশীল বিপ্লবীরা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘অন্যের হক মেরে নিজেরা কোটিপতি হব। এজন্য রাজনীতি করতে আসিনি। সমন্বয়ক নামধারী কিছু ছাত্র ওয়াসাসহ বিভিন্ন কেলেঙ্কারি সামনে এসেছে। আমরা এগুলোর জন্য প্রস্তুত ছিলাম না। এখনো সময় আছে এগুলো বন্ধ করে জনগণের রাজনীতি করেন। এইবার আমাদের হাতে শেষ সুযোগ। বাংলাদেশ পুনর্গঠন করতে হবে। নির্বাচন নিয়ে টালবাহনা করলে মানুষ মানবে না। নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়। মইনুদ্দিন-ফখরুদ্দিনকে দেখে শিক্ষা নেন। আওয়ামী লীগের স্টাইলে রাজনীতি করলে আমাদের পতনও আওয়ামী লীগের মতই হবে।’
সিনিয়র সহসভাপতি ফারুক খান বলেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। ছাত্রলীগের সন্ত্রাসীদের ঝটিকা মিছিল বের করার পেছনে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। ডানে বায়ে চতুর্দিকে আওয়ামী লীগের দোসররা আছে বলেই তারা দুঃসাহস দেখাচ্ছে। এখনো তাদেরকে বিচারের আওতায় আনতে পারেনি। বিচার করার জন্য যে হিম্মত থাকা দরকার,তা এই সরকারর নেই।’