অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের গণসংযোগ ও লিফলেট বিতরণ
বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ০১ জানুয়ারী সোমবার রাজধানীর রামপুরা এবং উত্তরায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ।
প্রথম নিউজ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের এক দফা দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলনের পক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ০১ জানুয়ারী সোমবার রাজধানীর রামপুরা এবং উত্তরায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ।
উক্ত গণ সংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১ নং সহ -সভাপতি ফখরুল ইসলাম রবিন,সহ-সভাপতি রফিকুল ইসলাম,এমজি মাসুম রাসেল, নাছির আহমেদ মোল্লা,কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসেন,মোঃ জসিম উদ্দীন,সারোয়ার ভূঁইয়া রুবেল,সহ-সাধারণ সম্পাদক মাহবুব ফরাজী,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-আব্দুল্লাহ আল যোবায়ের বাবু,সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন শাহাদাত,সদস্য আরএস নৈতিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ রামপুরা এবং উত্তরা কাঁচাবাজার এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। কর্মসূচি চলাকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৭ জানুয়ারির নির্বাচন বাতিলের দাবিতে রাজপথে গণসংযোগ পুর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ১নং সহ-সভাপতি ফকরুল ইসলাম রবিন বলেন” দেশ নায়ক তারেক রহমানের আহবানে আগামী ৭ ই জানুয়ারীর ফ্যাসিবাদী সরকারের তামাশার নির্বাচন প্রত্যাখান করবে ইনশাল্লাহ।