খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল
প্রথম নিউজ, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার বিকেলে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে রাজধানীর রমনা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মৎস্য ভবন হয়ে কাকরাইল মসজিদের সামনে দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে যায়। পরে বৃষ্টি নামলে মিছিলটি দুদক গেইট হয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলে অংশ নেয়া ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান এবং বিভিন্ন প্রকার সরকার বিরোধী স্লোগান দেন। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিলে ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কে এম শাখওয়াত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসলামসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: