অমর্ত্য সেনের জমি অধিগ্রহণ রুখবোই- মমতা

৬ই মে কেন্দ্রীয় সরকার পরিচালিত বিশ্বভারতী এই জমি অধিগ্রহণ করবে বলে জানিয়েছে। তারা হুমকিও দিয়েছে যে, প্রয়োজনে বল প্রয়োগের রাস্তাতেও তারা হাঁটবে।

অমর্ত্য সেনের জমি অধিগ্রহণ রুখবোই- মমতা

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: আজ থেকে ঠিক দু’বছর আগে এই দিনটিতে রাজ্যে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিল তৃণমূল সরকার।  আজ বর্ষপূর্তির  দিনে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শপথ নিলেন- যে কোনও মূল্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি অধিগ্রহণ তিনি রুখবেনই। ৬ই মে কেন্দ্রীয় সরকার পরিচালিত বিশ্বভারতী এই জমি অধিগ্রহণ করবে বলে জানিয়েছে। তারা হুমকিও দিয়েছে যে, প্রয়োজনে বল প্রয়োগের রাস্তাতেও তারা হাঁটবে।

মমতা এদিন মন্ত্রিসভার বৈঠকে আহ্বান জানান, রাজ্যের মন্ত্রীদের এবং বিধায়কদের অমর্ত্য সেনের বাড়ি ও জমি রক্ষার জন্য রাত জেগে পাহারা দিতে। বোলপুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তিনি নির্দেশ দেন অমর্ত্যর প্রতিচী বাড়ির সামনে মানবদুর্গ গড়ে তোলার জন্য।

উল্লেখযোগ্য, বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, অমর্ত্য বেআইনিভাবে বিশ্বভারতীর জমি দখল করে আছেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে মমতা তার মন্ত্রীদের জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন। লোকদের মনে তৃণমূল সরকার সম্পর্কে যে নেতিমূলক মনোভাব গড়ে উঠেছে তা দূর করতে আরও বেশি করে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে আমরা আরও বেশি ক্ষমতা নিয়ে আসছি।