জার্নালিস্টদের বাবার জুতা পরা ছবি চাইলেন সালাউদ্দিন
গত ১৭ই এপ্রিল নির্বাহী কমিটির সভায় এই প্রশ্নবিদ্ধ কমিটির ১০ জনকে দিয়ে সোহাগ ইস্যুতে তদন্ত কমিটি করে বাফুফে।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ফিফা থেকে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাফুফের পুরো কমিটিই এখন প্রশ্নবিদ্ধ। গত ১৭ই এপ্রিল নির্বাহী কমিটির সভায় এই প্রশ্নবিদ্ধ কমিটির ১০ জনকে দিয়ে সোহাগ ইস্যুতে তদন্ত কমিটি করে বাফুফে। সপ্তাহ খানেক আগে ১০ সদস্যের তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেন দুই সহ-সভাপতি। বাফুফের এমন টালমাটাল অবস্থার মধ্যেই মঙ্গলবার নির্বাহী কমিটির সভা শেষে ভবনে সাংবাদিক প্রবেশ নিয়ে বাজে মন্তব্য করে বসলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
মঙ্গলবার ছিল বাফুফের নির্বাহী কমিটির সভা। সেই সভা শেষে মিডিয়াকর্মীদের সামনে কথা বলতে আসেন সালাউদ্দিন। কিন্তু তিনি টের পাননি তার সামনে আগে থেকেই বেশকিছু মুঠোফোন রেকর্ডে দেয়া ছিল। আনুষ্ঠানিক কথা শুরুর আগে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের সঙ্গে আলাপচারিতায় কাজী সালাউদ্দিন বলেন, জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে তাদের আমার এখানে ফটো দিতে হবে তাদের বাপ-মা’র। …আরেকটা কন্ডিশন হলো- তার বাপের ফটো পাঠাবে জুতা পরা। ঠিক আছে (হাসি), এটা হতে হবে ম্যান্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’ বাফুফে সভাপতির এমন উদ্ধত্যপূর্ণ কথা শুনে স্তম্ভিত মিডিয়া কর্মীরা।
ওদিকে বাফুফে সভাপতি অবশ্য পরে নিজের বক্তব্যর জন্য ক্ষমা চেয়েছেন। বাফুফে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘একটা নিউজ আমি দেখছি, যেখানে সাংবাদিকদের আঘাত করার জন্য একটা কথা বলেছি। প্রকৃত কথা হলো, আমি সাংবাদিকদের কষ্ট দেওয়ার জন্য বলিনি। আমি নাবিলের (কাজী নাবিল আহমেদ) সঙ্গে একটা বিষয় নিয়ে জোক করছিলাম। সেটা যে কেউ টেপ (রেকর্ড) করছিলেন, সেটা আমি জানি না। আমি এই কথায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, তাহলে আমি খুবই দুঃখিত।'