অভিষেকের আগেই জাতীয় পুরস্কার পায় শাহরুখ অভিনীত ছবি

 অভিষেকের আগেই জাতীয় পুরস্কার পায় শাহরুখ অভিনীত ছবি

প্রথম নিউজ, ডেস্ক : শাহরুখ খানকে পর্দায় প্রথম দেখা যায় ১৯৮৮ সালের টিভি শো ‘ফৌজি’তে। পরে ১৯৯২ সালে ‘দিউয়ানা’ দিয়ে তার বলিউড অভিষেক হয়। বাদশার বলিউডে অভিষেকের আগে করা ছবিটি কিন্তু আজ কালজয়ী। কারণ সেখানে অভিনয় করেছিলেন বিখ্যাত লেখিকা অরুন্ধতী রায়!

দু-দুবার জাতীয় পুরস্কার পাওয়া টেলিছবিটির নাম ছিল ‘ইন হুইচ অ্যানি গিভস ইট দৌজ ওয়ানস’। খ্যাতিমান লেখিকা অরুন্ধতী রায় সেটি লিখেছিলেন, পরিচালনা করেছিলেন তার প্রথম স্বামী প্রদীপ কৃষ্ণন। সেসময় দিল্লিতে থিয়েটারে কাজ করতেন শাহরুখ খান।

ওই ছবিতে শাহরুখ একজন সমকামীর ভূমিকায় অভিনয় করেছিলেন। দেখানো হয়, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। পাশ্বচরিত্র হলেও তার অভিনয় চোখে লেগেছিল মানুষের। এখনও মাঝে মাঝে ওই ছবিতে শাহরুখ অভিনীত দৃশ্যগুলো সামাজিক মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়।

‘ইন হুইচ অ্যানি গিভস ইট দৌজ ওয়ানস’ ছবিটি মুক্তি পায় ১৯৮৯ সালে। ভারতীয় টিভি চ্যানেল দূরদর্শন-এর জন্য বানানো হয়েছিল সেটি। অর্জুন রাইনা ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। আদর্শবাদী একজন ছাত্র হিসেবে ক্লাস না করে তিনি দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সময় দিতেন। অরুন্ধতী তার প্রেমিকা রাধার ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিতে আরও অভিনয় করেছিলেন রোশান শেঠ, ঋতুরাজ সিং ও মনোজ বাজপেয়ী। ছবিটি দুটি শাখায় জাতীয় পুরস্কার পায়। সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার পান অরুন্ধতী রায় ও ইংরেজি ভাষার সেরা সিনেমার জন্য পরিচালক কৃষ্ণন।