অবরোধের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রলীগের মিছিল

অবরোধের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রলীগের মিছিল

প্রথম নিউজ, ঢাকা : বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধের বিরুদ্ধে মিছিল করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৮ নভেম্বর) এই কর্মসূচির তীব্র প্রতিবাদ জানিয়ে নিউমার্কেট, নীলক্ষেত এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।

সরেজমিন দেখা যায়, বেলা ১১টার দিকে ঢাকা কলেজের দক্ষিণ ছাত্রাবাস, দক্ষিণায়ন ছাত্রাবাসের নেতাকর্মীরা মিছিল বের করেন। এরপর সাড়ে এগারোটার দিকে উত্তর ছাত্রাবাস, পশ্চিম ছাত্রাবাস, আন্তর্জাতিক ছাত্রাবাস, আক্তারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাস এবং শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের ছাত্রলীগের নেতাকর্মীরাও মিছিল নিয়ে মিরপুর সড়কে অবস্থান নেন।

এ সময় ‘বিএনপির অবরোধ, মানি না মানি না’, ‘দেশ বিরোধী চক্রান্ত মানি না, মানবো না’, ‘অবৈধ অবরোধ, মানি না মানবো না’, ‘ছাত্রদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। উভয় মিছিল ঢাকা কলেজের আবাসিক এলাকা থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে নীলক্ষেত হয়ে কেন্দ্রঘোষিত কর্মসূচিতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের দিকে চলে যায়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিএনপি, জামায়াত-শিবির পরিকল্পিতভাবে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য অবরোধ-হরতালের মতো সহিংস কর্মসূচি দিয়েছে। তারা হিংস্রতার প্রতীক হিসেবে বিভিন্ন যাত্রীবাহী বাসে আগুন দিচ্ছে। এতে করে দেশের অগ্রগতি যেমনিভাবে বাধাগ্রস্ত হচ্ছে তেমনি সাধারণ মানুষজনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনোভাবেই বিএনপি-জামায়াতের অপশক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। তাদের সহিংস কার্যক্রম রোধ করতে ছাত্রলীগ সবসময় মাঠে রয়েছে। কেউ যদি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নষ্ট করতে আসে এবং গাড়ি চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন তারা।

অন্যদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সড়ক দখলে রাখতে সায়েন্স ল্যাবরেটরি এবং বাটা সিগন্যাল মোড়ে অবস্থান করতে দেখা গেছে স্থানীয় নিউমার্কেট থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের।

নিউমার্কেট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনু মিয়া ঢাকা পোস্টকে বলেন, বিএনপির নাশকতা ঠেকাতে বাটা সিগন্যাল, কাঁটাবন, নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরিসহ আশেপাশের এলাকায় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরাদের নিয়ে অবস্থান করছি। আমরা রাত ৯টা পর্যন্ত এখানে থাকবো। বিএনপির যেকোনো ধরনের চক্রান্ত নস্যাৎ করে দেওয়ার জন্য আমরাই যথেষ্ট।

তিনি বলেন, গত কয়েক দিনে বিএনপি চোরাগোপ্তা কর্মসূচির মাধ্যমে এই এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। আমরা সেটি আর হতে দেব না। যেকোনো ধরনের চক্রান্ত শক্ত হাতে দমন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।