অবরোধে সংহতি জানিয়ে বিক্ষোভ হামলা-গ্রেপ্তার বন্ধের আহ্বান এবি পার্টির
প্রথম নিউজ, ঢাকা : দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে আজ সংহতি জানিয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। পল্টন ও বিজয় নগর সড়কে সকাল থেকে অবস্থান নেন এবি পার্টির নেতাকর্মীরা।
দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের নেতৃত্বে সংহতি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা জাতীয় রাজস্ব ভবন সংলগ্ন রাস্তায় পথ সভায় মিলিত হন।
ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, স্বৈরাচারী সরকার জনগণের প্রতিপক্ষ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দাঁড় করিয়েছে। থানায় থানায় তালিকা করে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে আসামি করে নতুন নতুন মামলা দায়ের করা হচ্ছে। অতীতের মতো এবার হামলা মামলা করে জনতার এই আন্দোলন বন্ধ করা যাবে না।
মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হক বলেন, হামলা ও গ্রেপ্তার বন্ধ করুন। আপনারা অবৈধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আপনারা ব্যর্থ, দেশ আপনাদের হাতে অনিরাপদ, তাই এ দেশের মানুষ আর আপনাদেরকে ক্ষমতায় চায় না।
অবস্থান কর্মসূচিতে এবি পার্টি নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান বেপারী, সাবেক ছাত্রনেতা রিপন মাহমুদ, ছাত্রনেতা ফজলে এলাহী মোহন, মশিউর রহমান মিলু, পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, যুগ্ম আহ্বায়ক সোহাগ হোসাইন প্রমুখ।