অবৈধ সরকারে অধীনে আর কোন নির্বাচন হবেনা- অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া
দ্রব্যমূল্যের উর্ধগতি ও রাষ্ট্র কাঠামোর ১০ দফা দবাতে বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরা জেলা বিএনপির অবস্হান কর্মসূচি দুপর ২ টাকা থেকে বিকাল ৪ টাকা পর্যন্ত শহরের তালতলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
প্রথম নিউজ ডেস্ক: দ্রব্যমূল্যের উর্ধগতি ও রাষ্ট্র কাঠামোর ১০ দফা দবাতে বিএনপি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সাতক্ষীরা জেলা বিএনপির অবস্হান কর্মসূচি দুপর ২ টাকা থেকে বিকাল ৪ টাকা পর্যন্ত শহরের তালতলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এডি. সৈয়দ ইফতেখার আলী। সঞ্চালনায় ছিলেন জেলা সদস্য্য সচিব আঃ আলীম চেয়ারম্যান।
বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আইনী সহায়তা সেলের সদস্য সচিব এডভোকেট মনির হোসেন মারুফ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ জেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, ইনশাল্লাহ ২০২৩ এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে। তিনি বলেন আওয়ামী লীগের লোকজনও এ সরকারের পতন চায়। তারা যখন বাজারে যায় তখন সরকারকে মনে থেকে গালি দেয়। প্রশাসনের লোকেরা ও বাজারে গিয়ে সরকারকে গালি দেয় বলে শোনা যায়। তিনি বলেন, বিএনপি জনগনের দলের। বিএনপি ক্ষমতায় গেলে জনগন শান্তিতে থাকে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ মনোনয়ন দিতে প্রার্থী খুঁজে পাবেনা
সভাপতি এডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, যতক্ষণ এ সরকারের পতন না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো। তারেক রহমানের নির্দেশিত কর্মসূচি বাস্তবায়নে আমরা বুকের রক্ত দিতে প্রস্তত আছি। অবৈধ সরকারের পতন ঘটিয়ে আমরা রাজপথ ছাড়বো।