অপু বিশ্বাস দু’বাংলাতেই জনপ্রিয়

ঢাকাই চলচ্চিত্রের ‘ঢালিউড কুইন’খ্যাত অভিনেত্রী নানা রকম ঘাত-প্রতিঘাত পেরিয়ে আবারো ফিরেছেন বিনোদনের পর্দায়।

অপু বিশ্বাস দু’বাংলাতেই জনপ্রিয়
অপু বিশ্বাস দু’বাংলাতেই জনপ্রিয়

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক : এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও দর্শকপ্রিয়তা রয়েছে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের। ঢাকাই চলচ্চিত্রের ‘ঢালিউড কুইন’খ্যাত অভিনেত্রী নানা রকম ঘাত-প্রতিঘাত পেরিয়ে আবারো ফিরেছেন বিনোদনের পর্দায়। দু’বাংলাতেই জনপ্রিয়তা থাকায়  বিভিন্ন স্টেজ শোয়ের আমন্ত্রণ পান। আর তাই বছরের শুরুতেই এমন আমন্ত্রণ পেয়ে ছুটে যান অপু বিশ্বাস। তবে এবার শুধু অভিনয় নয় গানের মাধ্যমেও সেখানকার দর্শকদের মাতালেন অভিনেত্রী। সম্প্রতি মুর্শিদাবাদের একটি স্টেজ শোতে পারফর্ম করেন অপু।

সেখানে মুক্তি  পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমার একটি গান গেয়ে সম্প্রতি ভক্তদের মাতিয়েছেন। জনপ্রিয় শিল্পী আকাশ সেনের সঙ্গে গানেও কণ্ঠ মিলিয়েছেন তিনি। অপু বিশ্বাস বলেন, আমি মূলত গানের শিল্পী নই। আকাশ ও ভক্তদের অনুরোধে জনপ্রিয় গান ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়’ গানটি গেয়েছি। এই গানটি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমায়ও রিমেক করা হয়। অপু বিশ্বাস এ ছাড়াও পশ্চিমবঙ্গে আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ  নেবেন বলে জানা যায়। দেশে ফিরেই চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত হবেন এই নায়িকা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom