অনিশ্চয়তা কাটেনি, অপেক্ষায় প্রযোজক পরিচালকরা

অনিশ্চয়তা কাটেনি, অপেক্ষায় প্রযোজক পরিচালকরা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: গত জুলাই জুড়ে চলেছে শিক্ষার্থীদের আন্দোলন। চলেছে কারফিউ, করা হয় সেনা মোতায়েন। পুলিশের গুলিতে নিহত হয়েছেন ছাত্র-জনতা। যদিও ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। তার দেশত্যাগের পর দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়ে স্থবির হয়ে পড়ে দেশের শোবিজ। থমকে যায় চলচ্চিত্র। এরমধ্যে মুক্তি পিছিয়েছে ৬টি সিনেমার। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি সূত্রে জানা যায়, গত এক মাসে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। এমনকি মুক্তির জন্য নতুন তারিখ ঠিক করারও উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। 

সর্বশেষ গত জুলাইয়ের শুরুতে মুক্তি পেয়েছে শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’। তবে তার পরপরই দেশ অস্থিতিশীল হয়ে ওঠে। অন্যদিকে জুলাই ও আগস্ট মাস জুড়ে মুক্তির কথা ছিল মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘হৈমন্তীর ইতিকথা’, সাদিক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাকশন’, সোয়াইবুর রহমান রাসেলের ‘নন্দিনী’, মনতাজুর রহমান আকবরের ‘অমানুষ হলো মানুষ’ ও ‘জিম্মি’ এবং সাইদুর রহমান সজলের ‘শক্তি থেকে মুক্তি’। এরমধ্যে আশার বিষয় হলো, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাটি আগামী ২৩শে আগস্ট মুক্তি দেয়ার ঘোষণা এসেছে। এ ছবির অভিনেতা ও 

প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল বলেন, ৯ই আগস্ট সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে অস্থিতিশীল পরিস্থিতিতে মুক্তি পিছিয়ে দেয়া হয়। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। আমাদেরও মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন। ২৩শে আগস্টই ছবিটি মুক্তি দিতে চাই। এদিকে জুলাই-আগস্টে মুক্তি পিছিয়ে যাওয়া আর বাকি কোনো ছবিই এই সময়ে মুক্তি দিতে চাচ্ছেন না প্রযোজক-পরিচালকরা। এসব ছবির পরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনিশ্চয়তা এখনো কাটেনি। এই সময়ে দর্শকের বিনোদনের কিংবা সিনেমা দেখার প্রতি মনোযোগ নেই। সেই পরিস্থিতি তৈরি হলেই তারা কেবল সিনেমা মুক্তি দেবেন।