অনুমতি না নিয়েই সাইফ-কারিনার বাড়িতে ২০ ফটোশিকারি
তাদের উপদ্রবে তারকাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি। একটা মুহূর্ত যেন রেহাই নেই।
প্রথম নিউজ,বিনোদন ডেস্ক: দিন দিন যেন আরও বেশি করে মায়ানগরীতে দৌরাত্ম্য বাড়ছে ফটোশিকারিদের। তাদের উপদ্রবে তারকাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি। একটা মুহূর্ত যেন রেহাই নেই। জিম, রেস্তরাঁ, বিমানবন্দর-এ সব তো ছিলই। এখন পরিস্থিতি এমন যে, বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে ফটোশিকারির দল। ঠিক যেমনটা হল সাইফ আলি খান ও কারিনা কাপুরের সঙ্গে। মালাইকা অরোরার মা জয়েস অরোরার জন্মদিনের পার্টি ছিল। নিমন্ত্রিত ছিলেন সাইফ আলি খান এবং কারিনা কপূর খান। সেখানে গভীর রাত পর্যন্ত পার্টি করে বাড়ি ফিরছিলেন ‘সইফিনা’। গেট পেরিয়ে বাড়ির অন্দরে ঢুকতেই তারা দেখেন জনা কুড়ি আলোকচিত্রী পোজ দিতে বলেছেন তাদের। স্বাভাবিক ভাবেই ধৈর্যচ্যুতি ঘটে অভিনেতার।
চিত্রসাংবাদিকদের উদ্দেশে বললেন, একটা কাজ করুন। আপনারা আমাদের বেডরুমে চলুন! তার পরই শোনা যাচ্ছে, কমপ্লেক্সের ভিতরের নিরাপত্তাকর্মীদের নাকি চাকরি থেকে বরখাস্ত করেছেন ছোট নবাব। তবে সত্যিই কি ফটোশিকারিরদের কারণে চাকরি থেকে ছাঁটাই হলেন সাইফ-কারিনার আবাসনের নিরাপত্তারক্ষীরা! বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সাইফ আলি। তিনি জানান, আবাসনের কোনও নিরাপত্তাকর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়নি। কারণ গোটা ঘটনায় তাদের কোনও দোষই ছিল না। আবার ফোটোশিকারিদের বিরুদ্ধেও কোনও আইনি অভিযোগ তিনি করছেন না। কারণ সে পথে তিনি এখনই হাঁটতে চাননি। অভিনেতার কথায়, আবাসনের নিরাপত্তাকর্মীদের তোয়াক্কা না করেই প্রায় ২০ জন চিত্রসাংবাদিক ঢুকে পড়েন। যা মোটেই শোভনীয় আচরণ নয়। কারও ব্যক্তিগত জায়গা এ ভাবে ঢুকে পড়াটা অন্যায়, প্রত্যেকেরই নিজের সীমার ভিতরে থেকে কাজ করা উচিত।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: