iPhone 14 সিরিজের পারফরম্যান্স হতাশ করবে? নাও থাকতে পারে 3nm টেকনোলজির প্রসেসর
Apple iPhone 14 সিরিজে ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে উৎপাদিত প্রসেসরের দেখা মিলবে
প্রথম নিউজ, ডেস্ক: পারফরম্যান্সের বিচারে Apple iPhone 13 সিরিজ তার পূর্বসূরিদের অনেকটাই ছাড়িয়ে গিয়েছে। এর কারণ এতে রয়েছে ৫ ন্যানোমিটার (nm) ফ্যাব্রিকেশন প্রসেস প্রযুক্তিতে তৈরী A15 Bionic প্রসেসর। জানিয়ে রাখি, A15 Bionic প্রসেসর প্রস্ততকারক সংস্থা TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) যারা অ্যাপলের সেমিকন্ডাক্টর সরবরাহকারী হিসেবে পরিচিত। চিপ প্রস্তুতির ক্ষেত্রে এই কোম্পানি Samsung ও Qualcomm -এর মতো প্রতিদ্বন্দ্বীদের বরাবর টেক্কা দিয়ে এসেছে। যদিও বর্তমানে তারা উৎপাদনগত সমস্যার মুখোমুখি হয়েছে বলে জানা গেছে। আর এর ফলে আপকামিং iPhone 14 সিরিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আসলে অ্যাপল iPhone 13 সিরিজে ৫ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেস টেকনোলজি দ্বারা নির্মিত A15 Bionic প্রসেসরের আবির্ভাব, আইফোনের পরবর্তী সিরিজের প্রতি অনুরাগীদের প্রত্যাশাকে বাড়িয়ে দেয়। তাই ইতিমধ্যে অনেকেই আশা করেছিলেন যে আসন্ন Apple iPhone 14 সিরিজে ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে উৎপাদিত প্রসেসরের দেখা মিলবে। এর ফলে iPhone 14 ডিভাইসের পারফরম্যান্স ও দীর্ঘায়ু বাড়বে বলে ধরে নেওয়া হয়। কিন্তু চিপ প্রস্তুতকারক সহযোগী TSMC উৎপাদন সংক্রান্ত প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়ায় আইফোনের পরবর্তী সংস্করণে পূর্বোক্ত চিপসেটের দেখা নাও মিলতে পারে। সেক্ষেত্রে ৩ এনএম পদ্ধতিতে তৈরী চিপসেটের দেখা পেতে অ্যাপল অনুরাগীদের আরো কিছুটা অপেক্ষা করতে হবে।
ঠিক কি ধরনের প্রতিবন্ধকতার জন্য টিএসএমসি ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে চিপসেট উৎপাদনে ব্যর্থ হচ্ছে সেটা এখনো অজ্ঞাত। তবে উক্ত প্রোজেক্টে কর্মরত ইঞ্জিনিয়ারদের দাবী অনুযায়ী, ৩ ন্যানোমিটার পদ্ধতিতে উৎপন্ন চিপসেট প্রকাশ্যে আসতে বেশ খানিকটা বিলম্ব রয়েছে। সেক্ষেত্রে আইফোনের পরবর্তী সংস্করণে এই প্রসেসর থাকবে না বলে ধরে নেওয়া যায়। ফলে আইফোন ১৪ সিরিজ এ১৫ বায়োনিক চিপসেটের সঙ্গে উপলব্ধ হলে অবাক হওয়ার কিছু নেই।
তবে বর্তমানে সমস্যা হলেও টিএসএমসি’র হাত ধরেই ভবিষ্যতে ৩ এনএম প্রযুক্তির চিপসেট বাজারে আসবে বলে আমাদের বিশ্বাস। কিন্তু এক্ষেত্রে কিছুটা দেরী হওয়ার ফলে মার খেতে পারে অ্যাপলের ব্যবসা। কারণ পারফরম্যান্স উন্নত হওয়ার জন্যই ক্রেতারা নতুন প্রজন্মের আইফোন কিনতে ভীড় জমান। তাই অাইফোন ১৪ সিরিজে ৩ এনএম চিপসেট না থাকার ফলে ক্রেতারা এর প্রতি কতটা আকর্ষণ বোধ করবেন সেটা এখনই বলা যাচ্ছে না। এজন্য আইফোন ১৪ সিরিজের বিক্রি হ্রাস পেলে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও গুগল -এর মতো সংস্থাগুলি লাভবান হতে পারে।
উল্লেখ্য, Apple ও TSMC সংস্থাদ্বয়ের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত স্থিতিশীল। বিশ্বস্ত সহযোগী হিসেবে TSMC সর্বদা অ্যাপলের পাশে থেকেছে। তাই উৎপাদন সংক্রান্ত প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও অ্যাপল তাদের কোনো জরিমানা করবে না বলেই মনে হয়। যদিও এই সমস্যার ফলে আইফোন ছাড়া অ্যাপলের অন্য প্রোডাক্টের (iPad) বিপণন প্রভাবিত হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: