Honor Watch GS 3i: গানও স্টোর রাখা যাবে, একাধিক ফিটনেস ফিচারের সাথে এল দুর্দান্ত স্মার্টওয়াচ
Honor Watch GS 3i স্মার্টওয়াচের স্পোর্টস ভার্সনের দাম ধার্য করা হয়েছে ৬৯৯ ইউয়ান (প্রায় ৮,২৪১ টাকা)
প্রথম নিউজ, অনলাইন: চীনা টেক জায়ান্ট Honor আজ লঞ্চ করল একটি নতুন স্মার্টওয়াচ, যার নাম Honor Watch GS 3i। এর আকর্ষণীয় ফিচারগুলি হল দীর্ঘ ব্যাটরি লাইফ, হেলথ মনিটরিং ফিচার এবং বিভিন্ন স্পোর্টস মোড। এই ধরনের একাধিক উন্নতমানের বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও ক্রেতারা যথেষ্ট সাশ্রয়ী মূল্যে এটি খরিদ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক নতুন Honor Watch GS 3i স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Honor Watch GS 3i এর দাম ও লভ্যতা
দেশীয় বাজারে অনর ওয়াচ জিএস থ্রিআই স্মার্টওয়াচের স্পোর্টস ভার্সনের দাম ধার্য করা হয়েছে ৬৯৯ ইউয়ান ( প্রায় ৮,২৪১ টাকা )। যদিও এর ফ্যাশন ভার্সনটি দাম রাখা হয়েছে ৭৯৯ ইউয়ান ( প্রায় ৯,৪২০ টাকা )।
Honor Watch GS 3i স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত অনর ওয়াচ জিএস থ্রিআই স্মার্টওয়াচটি ১.৩৯ ইঞ্চি অ্যামোলেড হাই ডেফিনেশন কালার স্ক্রিনের সাথে এসেছে। আর এর স্ক্রিনের ওপর রয়েছে পাতলা কার্ভড গ্লাস এবং থ্রিডি লাইটের আচ্ছাদন। তবে পূর্বসূরীর মত এতে দেওয়া হয়েছে গোলাকৃতির ডায়াল। যাই হোক, ঘড়িটির পুরো ডিজাইন খুব সাধারণ হলেও এতে এলিগ্যান্ট লুক রয়েছে।
তবে স্মার্টওয়াচটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল এর হেলথ মনিটরিং করার বিশেষ ক্ষমতা। হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে রয়েছে SpO2 মনিটর, যার মাধ্যমে ব্যবহারকারী রক্তের অক্সিজেন এবং হিমোগ্লোবিনের সম্মিলিত পরিমাণের পারসেন্টেজ পরিমাপ করতে পারবেন। তাছাড়া এই বৈশিষ্ট্য তাদের শারীরিক পরিবর্তন ট্র্যাক রাখতে এবং সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করবে। এর সঙ্গে থাকছে ২৪ ঘন্টার হার্ট রেট মনিটর। ফলে ব্যবহারকারীর হার্ট রেট খুব বেশি বা কম হলে সঙ্গে সঙ্গে তা জানান দেবে ঘড়িটি।
উপরন্তু ওয়্যারেবলটিতে ১০০টি স্পোর্টস মোড উপলব্ধ। এর মধ্যে ১৫ টি প্রফেশনাল স্পোর্টস মোড এবং ৮৫ টি কাস্টম স্পোর্টস মোড রয়েছে। আবার ঘড়িটি ব্যবহারকারীর স্পোর্টস ডেটা যেমন ডিসট্যান্স, পেস এবং দিনে কতটা ক্যালোরি বার্ন করেছে তাও জানান দেবে। শুধু তাই নয়, ব্যবহারকারী তাদের ওয়ার্কআউট শুরু করলে ঘড়িতে ডেটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে।
তদুপরি, Honor Watch GS 3i স্মার্টওয়াচে ৪ জিবি স্টোরেজ বর্তমান। যেখানে ৫০০টি পর্যন্ত গান মজুত রাখা সম্ভব। তাছাড়া ঘড়িটিতে এনএফসি ফাংশন সাপোর্ট করবে। ফলে ব্যবহারকারী সহজেই স্মার্টওয়াচের মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবেন। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য ঘড়িটিতে ব্যবহৃত হয়েছে ৪৫৫ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ১৪ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: