10000 টাকার কম বাজেটে কিনুন এই সেরা হোম থিয়েটারগুলি, ঘর হয়ে উঠবে সিনেমা হল
প্রথম নিউজ, ডেস্ক: Home theater under 10000: গান শুনতে কে না পছন্দ করে? অবসরে-ব্যস্ততায় কিংবা কোনো বিশেষ উপলক্ষ্যে একটু সুরে বুঁদ হয়ে থাকতে চাই আমরা সকলেই। আবার পার্টি, বাড়িতে সিনেমা, শো ইত্যাদি বিনোদনের ক্ষেত্রে মিউজিক ভালোভাবে উপভোগ করতে অনেকেই ব্যবহার করতে চান ভালো স্পিকার বা হোম থিয়েটার। এমতাবস্থায় আপনারও যদি এই মুহূর্তে এমনই একটি ইলেকট্রনিক্স কেনার থাকে এবং আপনার বাজেট খুব বেশি না হয়, তাহলে চিন্তার প্রয়োজন নেই! কারণ এখন বাজারে খুব কম দামের মধ্যেও ভালো এবং শক্তিশালী সাউন্ড কোয়ালিটির হোম থিয়েটার পাওয়া যায়। আর এই প্রতিবেদনে, আমরা ১০,০০০ টাকার কম দামে উপলব্ধ সেরা পাঁচটি হোম থিয়েটারের কথাই আপনাদের সাথে শেয়ার করব; এতে করে আপনার কেনাকাটার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে। তো আসুন, চটপট দেখে নিই তালিকা এবং প্রোডাক্টগুলির দাম, ফিচার সংক্রান্ত তথ্যাবলী।
বাজেট ১০,০০০ টাকা? কিনতে পারেন এই পাঁচটি হোম থিয়েটার
১. Zebronics ZEB-BT6590RUCF 5.1: এই হোম থিয়েটারটির মূল্য ৩,৬৯৯ টাকা।
ফিচার বলতে, এই অডিও প্রোডাক্টটিতে একটি আকর্ষণীয় ফ্রন্ট প্যানেল রয়েছে। আছে একটি এলইডি ডিসপ্লেও, যা থেকে কানেক্টিভিটি মোড সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এটির স্পিকার ইনপুট ৫.১ এবং সাউন্ড আউটপুট ৬৫ ওয়াট। ক্রেতারা এতে একটি রিমোট কন্ট্রোল পাবেন।
২. F&D F3800X 5.1: তালিকার এই দ্বিতীয় প্রোডাক্টটি কিনতে ৭,৪৯৯ টাকা খরচ হবে।
বলে রাখি, এফ-অ্যান্ড-ডি একটি ভারতীয় কোম্পানি, আর তাদের এই হোম থিয়েটারটি ১৬০ ওয়াট অডিও আউটপুটসহ ৫.১ চ্যানেল ইনপুট অফার করে। এর সাথে উফার স্পিকার, সাবউফার এবং পাঁচটি ছোট স্যাটেলাইট স্পিকারের পাশাপাশি এসডি কার্ড, রেডিও, রিমোট কন্ট্রোলের সুবিধাও পাওয়া যায়।
৩. JBL Cinema SB241: জনপ্রিয় অডিও প্রোডাক্ট নির্মাতা জেবিএলের এই প্রোডাক্টটির দাম পড়বে ৮,৯৯৮ টাকা।
এই সাউন্ডবারে ব্যাটারি সেভিং মোড আছে। অন্যদিকে ১০ মিনিট ইন-অ্যাক্টিভিটির পরে এটি স্ট্যান্ডবাই মোডে পৌঁছে যায়। আবার চাইলে এটিকে প্রাইমারী টিভি রিমোটের মাধ্যমেও কন্ট্রোল করা যায়। মূল ফিচারের কথা বললে, এতে ১১০ ওয়াটের সাউন্ড আউটপুট মিলবে। এছাড়া কানেক্টিভিটির জন্য এটি ব্লুটুথ, এইচডিএমআই, ওয়্যারলেস এই তিন ধরনের অপশন বহন করবে।
৪. Sony SA-D40 4.1: এই প্রোডাক্টটি ৯,৪৯০ টাকায় খরিদ করা যাবে।
সনির এই হোম থিয়েটারে আছে ৮০ ওয়াট সাউন্ড আউটপুট এবং মাল্টিমিডিয়া স্পিকার। এতে স্টেরিও সাউন্ড, ওয়্যারলেস এক্সপিরিয়েন্স ইত্যাদি ফিচারও পাওয়া যায়। এক্ষেত্রে কানেক্টিভিটির জন্য এটি সাপোর্ট করে ব্লুটুথ এবং ইউএসবি অপশন।
৫. Infinity Sonic B200WL: এর মূল্য ৯,৪৯৯ টাকা।
ইনফিনিটি সোনিক বি২০০ডব্লিউএলে ১৬০ ওয়াট পিক পাওয়ার সিস্টেম আউটপুট পাওয়া যায়। আর, ব্লুটুথের মাধ্যমে ইউজাররা এটিকে যেকোনো সামঞ্জস্যপূর্ণ ডিভাইসের সাথে কানেক্ট করতে পারেন। এতে সাবউফারও রয়েছে, যার ফলে ইউজাররা শক্তিশালী বাস (Bass) আউটপুট পাবেন। এর ডিজাইনও বেশ কমপ্যাক্ট।