৯৯৯-এ কল: বিকল জাহাজ থেকে ১৮ নাবিক উদ্ধার
প্রথম নিউজ, খুলনা : খুলনার দিঘলিয়া উপজেলার মধুমতি-ভৈরব নদীর সংযোগস্থলে এমটি নুরজাহান ২ নামে একটি বিকল জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তাদের উদ্ধার করা হয়। ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘জাহাজটি ১৬ লাখ লিটার ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে খুলনার দৌলতপুর ডিপোতে যাচ্ছিল। পথে দিঘলিয়ার মধুমতি-ভৈরব নদীর সংযোগস্থলে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে ইঞ্জিন রুমে পানি ঢুকে যায়। রবিবার সকাল ১০টায় রাজু নামে জাহাজটির একজন নাবিক ৯৯৯-এ ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চান।’
তিনি বলেন, ‘খবর পেয়ে নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর নৌ থানার একটি উদ্ধারকারী দল এবং খুলনা কোস্ট গার্ডের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে।’
Google News Logoবাংলা ট্রিবিউনের খবর পেতে গুগল নিউজে ফলো করুন