৭ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৭ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম নিউজ, ঢাকা : মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৭ বছরের পলাতক আসামি মো. রুবেলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাতে রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ এর একটি দল। গ্রেপ্তার রুবেল ঢাকার শ্যামপুরের আতিকুল্লার ছেলে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, রুবেল ২০১৮ সালের ১৮ মে মাদক বিক্রির সময় ১১০ গ্রাম হেরোইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়। পরে তার বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

মামলায় ৬ মাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে আত্মগোপন করে সে। মামলার তদন্ত কাজ শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

পরে আসামি পলাতক থাকা অবস্থায় আদালত মামলাটির বিচারিক কার্যক্রম শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

এরপর কদমতলী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে র‌্যাব-২ মঙ্গলবার রাতে ঢাকার কদমতলী থেকে তাকে গ্রেপ্তার করে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি ঢাকার কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।