৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার সঙ্গে সাতজন চিকিৎসকসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন।
প্রথম নিউজ, অনলাইন: অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাত্রা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় আওয়ামী লীগ সরকারের আমলে। কিন্তু ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিভিন্ন সময় বিদেশ গমনের দিনক্ষণ জানা গেলেও সেটা পিছিয়ে যায়। অবশেষে আগামী ৭ই জানুয়ারি তার বিদেশ যাত্রার দিনক্ষণ ঠিক হয়েছে। এর আগে, গত ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল খালেদা জিয়ার। তবে তার শারীরিক অসুস্থতার কারণে স্থগিত করতে হয় এটি। দলীয় সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার সঙ্গে সাতজন চিকিৎসকসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন।