৬০ কি: মি: চালাতে খরচ ৫ টাকারও কম
ঘন্টায় ২৫ কিমি সর্বোচ্চ গতিবেগ থাকায় এটি চালাতে প্রয়োজন পড়বে না কোনো ড্রাইভিং লাইসেন্সের। এর রেঞ্জ ৬০ কিমি।
প্রথম নিউজ, ডেস্ক : সময় যত এগোচ্ছে প্রযুক্তি ও তার সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। এক সময় ‘সাইকেল’ আমাদের অতি সাদামাটা জীবনের একটি অঙ্গ ছিল, যা এখনও রয়েছে, তবে ইদানিং এর বিশেষত্বে বেশ কিছু আধুনিকতার ছোঁয়া দেওয়া হচ্ছে। এতদিন আমরা একটি গাড়ি বা হালফিলের স্কুটার ও মোটর সাইকেলে এলসিডি ডিসপ্লে দেখেছি। কিন্তু একটি সাইকেলেও যে এলসিডি ডিসপ্লে থাকতে পারে তা সচরাচর ভাবনার বাইরেই। হ্যাঁ, এমনই এলসিডি ডিসপ্লে সহ একটি ইলেকট্রিক বাইসাইকেল (Electric Bicycle) লঞ্চ করেছে দেশের ই-মোবিলিটি স্টার্টআপ VAAN। আসুন জেনে নেওয়া যাক ই-বাইসাইকেলটির খুঁটিনাটি।
ঘন্টায় ২৫ কিমি সর্বোচ্চ গতিবেগ থাকায় এটি চালাতে প্রয়োজন পড়বে না কোনো ড্রাইভিং লাইসেন্সের। এর রেঞ্জ ৬০ কিমি। মজার বিষয় হল, বাইসাইকেলের ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ করতে খরচ হবে অর্ধেক ইউনিট বিদ্যুৎ, রাজ্য ও অঞ্চল ভেদে এর দাম হতে পারে ৪-৫ টাকা। এমনটাই দাবি করেছে প্রস্তুতকারী ভান (VAAN)। এর ব্যাটারিটি আবার রিমুভেবল প্রযুক্তি সহ এসেছে। ২.৫ কেজি ওজনের এই ব্যাটারিটি ৪ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করা যাবে। ই-সাইকেলটির এলসিডি ডিসপ্লে-তে ভেসে উঠবে সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং সেখান থেকে এর সামনের এবং পেছনের লাইট অন/অফ করা যাবে।
VAAN Urbansport ও Urbansport Pro-এর দাম যথাক্রমে ৫৯,৯৯৯ টাকা ও ৬৯,৯৯৯ টাকা। এই সাইকেলটি ইতালিয়ান ই-বাইক ব্র্যান্ড Benelli Biciclette-এর সাথে যৌথভাবে নির্মাণ করেছে VAAN। নারী-পুরুষ উভয়ের চালানোর উপযোগী সাইকেলটির ফ্রেম, স্যাডেল, রিম এবং হ্যান্ডেল বার তৈরি করেছে ইটালিয়ান সংস্থাটি। এদিকে মাসে ২,০০০ ইউনিট বাইসাইকেল উৎপাদনের ক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার জিথু সুকুমারান (Jithu Sukumaran)।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: