৫ সাংবাদিককে মারধর: আসামিদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ
রোববার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চৌরাস্তা মোড়ে কলমবিরতি ও ঢাকা-রংপুর মহাড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এ সময় ঢাকা-রংপুর মহাড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রথম নিউজ,গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৫ সাংবাদিককে মারপিটের প্রতিবাদে কলমবিরতি ও মহাসড়ক অবরোধ করেছেন সাংবাদিকরা। আজ রোববার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চৌরাস্তা মোড়ে কলমবিরতি ও ঢাকা-রংপুর মহাড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এ সময় ঢাকা-রংপুর মহাড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গোবিন্দগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জিবু রায়, সাংবাদিক ডিপটি প্রধান, উজ্জল হক প্রধান, রকিফুল ইসলাম রফিক, মাহমুদ খান, জিল্লুর রহমান, মোয়াজ্জেম হোসেন, সাজেদুর রহমান সাজু প্রমুখ।
বক্তারা বলেন, মামলার দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। আমরা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাই।
৩ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলার শোলাগাড়ী আলিম মাদরাসার দুর্নীতি ও অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যান ৫ সাংবাদিক। এ সময় ওই মাদরাসা সুপার মিনহাজ উদ্দিনসহ তার লোকজন ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের বেধড়ক মারপিট করেন। এতে আহত হন সাংবাদিক শাহিন আলম, আবু তারেক, মশিউর রহমান বাবু, ফরহাদ হোসেন ও জোবায়েদুর রহমান। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পরদিন ৪ জুলাই গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ শুধুমাত্র একজন আসামিকে গ্রেফতার করলেও অন্যদের গ্রেফতার করতে পারেনি।