‘২৫ বছরেও উন্নতি হয়নি বাংলাদেশের’, সাবেক কোচের সঙ্গে একমত আশরাফুল
প্রথম নিউজ, ডেস্ক : কয়েক দিন আগেই স্টুয়ার্ট ল বাংলাদেশ ক্রিকেট নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, গত ২৫ বছরে খুব একটা উন্নতি করতে পারেনি টাইগাররা। বাংলাদেশের সাবেক এই কোচের সঙ্গে এবার একমত পোষণ করেছেন মোহাম্মদ আশরাফুল।
সম্প্রতি দেশের খেলা ভিত্তিক এক অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, 'আইসিসি ইভেন্টের ফলাফল দেখুন, তাহলে তো আমরা একই জায়গায় আটকে আছি। কেনিয়ার মতো দল সেমিফাইনাল খেলে ফেলেছে। শ্রীলঙ্কা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, ৩-৪ বার ফাইনাল খেলেছে। সেভাবে চিন্তা করলে টেস্ট স্ট্যাটাসের ২৪ বছরে আইসিসি ইভেন্টে আরও ভালো খেলা উচিৎ ছিল।'
আশরাফুল আরো বলেন, 'ঐ সময় মনে হচ্ছিল ক্রিকেট এগোচ্ছিল। ২০০৭ এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন ভালো পারফরম্যান্স হয়নি। গত বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে হারিয়েছি এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। এসব চিন্তা করেই ল বলেছেন, টেস্ট নেশন হিসেবে ক্রিকেট যেভাবে ছড়ানো উচিৎ ছিল সেভাবে হয়নি।''স্টুয়ার্ট ল ২০১২ সালে জাতীয় দলের হেড কোচ ছিলেন, সম্প্রতি অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। আমাদের সংস্কৃতি দেখে, তার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে হার, এসব মিলে হয়ত তার কাছে এমন মনে হয়েছে।'-যোগ করেন আশরাফুল।
এর আগে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ স্টুয়ার্ট ল বলছিলেন, 'বাংলাদেশ ২৫ বছরেও এগোয়নি। তারা যা যা করছে, কিছুই পক্ষে কাজ করেনি। ভালো করার জন্য তাদের কী করতে হবে, সেটা তাদের খুঁজে বের করতে হবে। এখনই সেটা চিন্তা করার সঠিক সময়। যেহেতু তারা যা করছে তা কাজ করছে না, এবার তাই একটু ভিন্নভাবে করে দেখা উচিৎ। এমন নয় যে দোষটা বর্তমান প্রশাসকদের। তবে তাদের বিষয়টা দেখতে হবে।'