২২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি সৈকতে নিখোঁজ ফটোগ্রাফারের

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন ফটোগ্রাফার সাগর।

২২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি সৈকতে নিখোঁজ ফটোগ্রাফারের

প্রথম নিউজ, কক্সবাজার:  কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি ফটোগ্রাফার মোহাম্মদ সাগরের (১৭)। বুধবার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করেছেন সি-সেইফ লাইফ গার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন ফটোগ্রাফার সাগর। নিখোঁজ সাগর উখিয়ার ঘুমধুম কাস্টমস এলাকার বাসিন্দা নুরুল আলম ড্রাইভারের মেজো ছেলে। সাগর কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলতেন।

সমুদ্র সৈকতে নিয়োজিত সি-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার জয়নাল আবদিন ভুট্টু বলেন, আমরা  দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছি। তবে এত বিশাল সাগরে উদ্ধার অভিযান চালানোটা চ্যালেঞ্জিং বিষয়। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিখোঁজের বাবা নুরুল আলম ঢাকা পোস্টকে বলেন, আমি কিছু চাই না। আমার ছেলের মরদেহ পেলেও হবে। তার ছেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা ভালোভাবে কাজ করছে না বলে অভিযোগ তুলেছেন নিখোঁজের বাবা নুরুল আলম।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান ঢাকা পোস্টকে বলেন, সৈকতে নিখোঁজ ফটোগ্রাফারের খুঁজে সি-সেইফ লাইফ গার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। উদ্ধার কার্যক্রমে যতটা সহযোগিতা দরকার আমরা তা করছি।