১০ লিটার অকটেনে ১৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা 

১০ লিটার অকটেনে ১৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা 

প্রথম নিউজ, রংপুর : নির্ধারিত মূল্য আদায় করলেও পরিমাপে দিচ্ছে কম। প্রতি ১০ লিটারে চু‌রি কর‌ছে ১৩০ মিলিলিটার অকটেন। এভাবে অভিনব কায়দায় জ্বালানি তেল পরিমাপে কম দিয়ে ভোক্তার পকেট কাটছে, হাতিয়ে নিচ্ছে টাকা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রংপুর মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হরিপুর এলাকার মেসার্স ড্রীম প্লাস ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ চুরি হাতেনাতে ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

অভিযান পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। প্রসিকিউটর হিসেবে অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ। 

তিনি বলেন, বুধবার মিঠাপুকুরের শঠিবাড়িতে মেসার্স ড্রীম প্লাস ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। প্রতিষ্ঠানটির ফিলিং স্টেশনের ব্যবহৃত অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৩০ মিলিলিটার জ্বালানি তেল কম দিচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।