হিলি স্থলবন্দর দিয়ে টানা দুই দিন পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে

হিলি স্থলবন্দর দিয়ে টানা দুই দিন পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে

প্রথম নিউজ, দিনাজপুর : পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা দুই দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। যার কারণে আজ সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি। যার ফলে ওই দিনও বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। দুই দিনের ছুটি শেষে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী ও আগামীকাল শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় এই দুই দিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে শনিবার থেকে পুনরায় বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, ‘ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার অব্যাহত রয়েছে। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’