হরতাল-অবরোধের প্রতিবাদে রাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

হরতাল-অবরোধের প্রতিবাদে রাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম নিউজ, রাজশাহী : বিএনপি-জামায়াতের ডাকা চলমান হরতাল-অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় টেন্ট থেকে  বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি শুরু হয়। এরপর ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে রাবি ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, স্বৈরশাসক জিয়ার আমল থেকে তারা যতবার ক্ষমতায় থেকেছে ততবার মানুষ মেরেছে। যতবার ক্ষমতায় থেকেছে ততবার দুর্নীতি করেছে, সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের জীবনযাত্রাকে ব্যাহত করেছে। আমরা দেখেছি নির্বাচন আসলেই বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও শুরু হয়ে যায়। তারা যদি তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখে, তাহলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এর সমুচিত জবাব দেব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩৮ হাজার শিক্ষার্থীর ক্লাস-পরীক্ষা যেন অব্যাহত থাকে সে লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে একযোগে কাজ করব।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা শিক্ষার্থীদের পাশে পাহারাদার  হিসেবে আছি এবং থাকবো। বিএনপি-জামায়াত যতদিন নৈরাজ্য চালাবে,  ততদিন আমরা রাজপথে থেকে তাদের মোকাবিলা করব।

সমাবেশে আরও বক্তব্য দেন রাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভাস্কর সাহা, সাংগঠনিক সম্পাদক কাব্বিরুজ্জামান রুহুল ও কাইয়ুম মিয়া। 

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন রাবি ছাত্রলীগের সহ-সভাপতি আলফাত সায়েম জেমস, মনু মোহন বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদিক, আশিকুর রহমান অপু, নাইম আলী, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সোহাগ, মতিহার হলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম ইসলাম নিলয় প্রমুখ।