‘হ্যামিলনের বাঁশি’ শুনলেই রাস্তায় নেমে যেতে হবে: নুর
জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

প্রথম নিউজ, ঢাকা: সবাইকে অধিকার আদায়ের আন্দোলনে নামার আহ্বান জানিয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, যার যার অধিকার আদায়ের পাশাপাশি ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে দেশ থেকে বিদেশে ছড়িয়ে দিতে হবে। দেশের আপামর জনসাধারণের অধিকার আদায়ের লড়াইয়ের জন্য প্রস্তুত হন। হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশি শুনলেই রাস্তায় নেমে যেতে হবে।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুর বলেন, সরকার মাফিয়া হয়ে গেছে। মানুষের ওপর নানা অন্যায়, অবিচার, গুম, খুন, অত্যাচার করছে। এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাদের প্রতিহত করতে হবে।
তিনি বলেন, ছুটি কাটাতে এসে রাস্তায় দাঁড়াতে হয় এমন একটা দেশের নাগরিক আমাদের প্রবাসীরা। একটি টিকা দেওয়ার ব্যবস্থা থাকে না, বিমানের টিকিট পর্যন্ত পাচ্ছেন না প্রবাসীরা। এজন্য তারা এখানে দাঁড়িয়েছেন। অথচ এই দায়িত্ব ছিল সরকারের। কেন তাদের এখানে দাঁড়াতে হবে?
দুর্নীতি-লুটপাট করে বিপদে পড়ে সরকার এখন জনগণের পকেট কেটে টাকা আদায় করছে বলে অভিযোগ করেন নুর। বলেন, আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা করোনার সময় কীভাবে ভোগান্তির শিকার হয়েছেন আমরা সবাই জানি। গোসল, খাওয়ার ব্যবস্থা নেই। টিকার অভাবে অনেকের টিকিট বাতিল হয়ে গেছে। একটি টিকিটের প্রক্রিয়া সরকার ঠিকমতো করতে পারেনি। প্রবাসীরা টিকিট পাচ্ছেন না, এজন্য সারা দেশ থেকে তারা এখানে এসেছেন।
প্রবাসীদের অধিকারের বিষয়ে নানা প্রশ্ন ডাকুসর এই সাবেক ভিপি বলেন, বিদেশে মারা গেলে লাশ আনতে হবে, এই দাবি কেন জানাতে হবে সরকারকে? প্রবাসীদের সাহায্য করতে বারবার প্রেসক্লাবে এসে দাঁড়াতে হবে কেন? এগুলো তো সরকারের দায়িত্ব। অথচ দেশে ছুটি কাটাতে এসে তাদের দাবি-দাওয়া জানাতে হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: