পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের কাছে ফের বিস্ফোরণ, গ্রেফতার ৫
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। অমৃতসরের হেরিটেজ স্ট্রিটের কাছে বৃহস্পতিবার রাত ১টার দিকে বিস্ফোরণটি ঘটে। গত পাঁচ দিনের মধ্যে এটি ছিল তৃতীয় বিস্ফোরণ।
পাঞ্জাব পুলিশের মহাপরিচালক বলেছেন, ‘অমৃতসরের বিস্ফোরণের ঘটনাগুলোর সমাধান করা হয়েছে। এ ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় প্রকাশ করেনি তিনি।
প্রথম বিস্ফোরণটি ঘটে ৬ মে, দ্বিতীয়টি সোমবার। বৃহস্পতিবারের বিস্ফোরণটি শহরের স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ স্ট্রিট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে হয়েছিল।
জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং পাঞ্জাব পুলিশ বিস্ফোরণের স্থান থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে।
পুলিশ জানিয়েছে, বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ঘটনাটি তদন্ত করবে এবং বিস্ফোরণের উদ্দেশ্য জানার চেষ্টা করবে।
অমৃতসরের হেরিটেজ স্ট্রিটে দুটি ঘটনায় ব্যবহৃত বিস্ফোরক দুটি পানীয়ের ক্যানে ছিল।
সোমবারের বিস্ফোরণে একজন আহত হন। পুলিশ বলেছে, বিস্ফোরণে ব্যবহৃত দ্রব্যটি একটি পাত্রে রাখা হয়েছিল।
৬ মে বিস্ফোরণেও একজন আহত হয়েছিলেন। এ ঘটনায় কয়েকটি ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।