হোভারক্রাফট চালু করতে নৌ-মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ
প্রথম নিউজ, ঢাকা : হোভারক্রাফট (জল ও স্থলে চলাচলকারী বিশেষ যান) চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির ৫৮তম বৈঠকে মন্ত্রণালয়কে এ সুপারিশ করা হয়।
বুধবার (২৬ জুলাই) জাতীয় সংসদের একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, এম আব্দুল লতিফ, গোলাম কিবরিয়া টিপু এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন। বৈঠকে ৫৭তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।
বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃক ‘হোভারক্রাফট’ এর সম্ভাব্যতা যাচাইয়ের রিপোর্ট উপস্থাপনের পরিপ্রেক্ষিতে, মানবিক বিবেচনায় ও রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে মন্ত্রণালয়কে হুভারক্রাফট চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সমস্যা ও উত্তরণের পরিকল্পনা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থবছরে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিগত এক বছরে বোর্ড মিটিংয়ে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তসমূহ নিয়ে আলোচনা করা হয়।