হঠাৎ এক ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে শ্রীলঙ্কা
সফর শেষ হওয়ার আগেই এক ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল
প্রথম নিউজ, ডেস্ক : সফর শেষ হওয়ার আগেই এক ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরের নিয়ম ভঙ্গ করায় মিরপুর টেস্ট চলাকালেই শ্রীলঙ্কায় ফিরে যাচ্ছেন তাদের তরুণ বাঁহাতি ওপেনার কামিল মিশারা।
এক সংবাদ বিবৃতিতে এ খবর জানিয়েছে খোদ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এরই মধ্যে দেশে ফেরার উদ্দেশে মাঠ ছেড়ে চলে গেছেন ২১ বছর বয়সী মিশারা। তবে তার অপরাধ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি লঙ্কানরা।
বিবৃতিতে বলা হয়েছে, 'কামিল মিশারাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তার বিরুদ্ধে সফরের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। তিনি এখন শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরে আছেন।'
দেশে ফেরার পর মিশারার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, 'তাকে দ্রুততার সঙ্গে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি দেশে ফেরার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।'
চলতি বাংলাদেশ সফরের মধ্য দিয়েই প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছিলেন মিশারা। তবে দুই ম্যাচের একটিতেও টেস্ট অভিষেকের সুযোগ পাননি তিনি। এখন পর্যন্ত তিন টি-টোয়েন্টি খেলে মিশারা করেছেন ১৫ রান।
এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে তিনি ৬৬৬ রান করেছেন, হাফসেঞ্চুরি ৬টি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews