হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের 

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর বারোটার দিকে হাটহাজারী উপজেলার মীরের হাট এলাকার মুন্সির মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের 

প্রথম নিউজ, চট্টগ্রাম: হাটহাজারীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে মাসুদ আলম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর বারোটার দিকে হাটহাজারী উপজেলার মীরের হাট এলাকার মুন্সির মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাসুদ আলম (২২) হাটহাজারীর উত্তর মীরারখীল এলাকার আবুল কালামের ছেলে।  

রাউজান হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মাসুদ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যুবরণ করে।  
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।