হাইকোর্টের নির্দেশনায় পাঠান সিনেমায় যেসব পরিবর্তন আনতে হবে
কয়েকদিন আগে ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে
প্রথম নিউজ, ডেস্ক : কয়েকদিন আগে ‘পাঠান’ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তির পর এবার নতুন নির্দেশনা দিয়েছে দিল্লি হাইকোর্ট। প্রযোজনা সংস্থা ‘যশরাজ ফিল্মস’কে সিনেমায় আরও বেশ কিছু অংশ পরিবর্তন করতে বলা হয়েছে।
কী কী পরিবর্তন আসছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমায়-এ নিয়ে এখন আলোচনা চলছে। নতুন নির্দেশনা অনুযায়ী সিনেমায় সাবটাইটেল যোগ করতে বলা হয়েছে। দৃষ্টিশক্তিহীন দর্শকদের জন্য হিন্দিতে অডিও বিবৃতি রাখাও জরুরি বলে নির্দেশ দিয়েছে আদালত। এসব পরিবর্তন করে আবারও সেন্সর বোর্ডে জমা দিতে হবে ‘পাঠান’।
আসছে ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’।
আদালতের নির্দেশে অবশ্য সময়সীমা দেওয়া রয়েছে ফেব্রুয়ারির ২০ তারিখ পর্যন্ত। তারপর সেন্সর বোর্ডের সিদ্ধান্তের জন্য বরাদ্দ ১০ মার্চ অবধি। এর মধ্যেই ‘পাঠান’ সিনেমার পরিমার্জিত সংস্করণ আনতে হবে।যদিও আগামী ২৫ তারিখ প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির ক্ষেত্রে নতুন কোনো নির্দেশনা জারি হয়নি। সবটাই ওটিটি মুক্তির জন্য।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী এপ্রিলেই অ্যামাজন প্রাইমে ভিডিও চলে আসবে ‘পাঠান’ সিনেমার। এরমধ্যে সাবটাইটেল সংযোজন এবং অডিওর কাজ সম্পন্ন করতে হবে নির্মাতাদের।
‘পাঠান’ সিনোমর প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পাওয়ার পরপরই বিতর্কের সূত্রপাত। দীপিকার বিকিনির রং গেরুয়া কেনো, এ নিয়েই নিন্দার ঝড় তোলে একাংশ। জড়িয়ে যায় রাজনৈতিক অনুষঙ্গও।
তারপরই ‘অশ্লীলতা’র দায়ে অভিযুক্ত হয় পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই সিনেমা। কিছুদিন আগে সেন্সর বোর্ডের আদেশে একাধিক দৃশ্যে কেটে ফেলা হচ্ছে ‘পাঠান’ সিনেমার। গানের কথায় পরিবর্তন এসেছে। যদিও দীপিকার বিকিনির কোনো পরিবর্তন হয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: