সড়কে প্রাণ গেল ২ ছাত্রলী‌গ কর্মীর

সড়কে প্রাণ গেল ২ ছাত্রলী‌গ কর্মীর

প্রথম নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবা‌ড়ী‌তে ‌মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন ছাত্রলীগ কর্মী নিহত হ‌য়ে‌ছেন। রোববার (২৫ জুন) বেলা ১০টার দি‌কে উপ‌জেলার বা‌জিতপুর এলাকায় এই ঘটনা ঘ‌টে। 

নিহতরা হ‌লেন, উপ‌জেলার পাচনখালী গ্রা‌মের মিজানুর রহমা‌নের ছে‌লে রিফাত (১৪) ও মৃত আয়নাল হ‌কের ছে‌লে অন্তর আলী (১৬)। তারা উপ‌জেলার বীরতারা ইউনিয়ন ছাত্রলী‌গের কর্মী। 

ধনবা‌ড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জসিম উদ্দিন জানান, তারা দুজন মোটরসাইকেলে যা‌চ্ছিলেন। প‌রে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের পা‌শে থাকা মেহগ‌নি গা‌ছের সঙ্গে স‌জো‌রে ধাক্কা লা‌গে। এতে ঘটনাস্থ‌লে দুজন নিহত হন। প‌রে আইনি প্রক্রিয়া শে‌ষে নিহ‌তের মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হয়।