সহকারী অধ্যাপকের কবজি কাটার ঘটনায় গ্রেপ্তার ৭

আজ শনিবার র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সহকারী অধ্যাপকের কবজি কাটার ঘটনায় গ্রেপ্তার ৭
সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন বিশ্বাস

প্রথম নিউজ,কুষ্টিয়া: কুষ্টিয়ায় বহুল আলোচিত কলেজের সহকারী অধ্যাপকের হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  গ্রেপ্তাররা হলেন- মশারফ হোসেন মশা, নাজিম উদ্দিন, সামাদ, মুহাইমেন হোসেন, হালিম, পলাশ ও মুকুল। তাদের বাড়ি কুমারখালী উপজেলার শালঘর মধুয়া এলাকায়।

আজ শনিবার র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
গত ৩১ মে দুপুরে সদর উপজেলার বংশীতলা এলাকায় আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন বিশ্বাসের (৫২) ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই শিক্ষকের ছেলে নাজমুছ সাকিব কুষ্টিয়া সদর থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
 
র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান,  গ্রেপ্তারদের কাছ থেকে পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ করছে র‍্যাব। আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom