সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক, ডেরেক শলেটের টুইট
এ বিষয়টি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে অবহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সেলর ডেরেক শলেট।
প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের উপর গুরুত্ব আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে অবহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সেলর ডেরেক শলেট। এরপর তিনি ভেরিফায়েড টুইটার একাউন্টে ৪ঠা মে সাক্ষাৎকার নিয়ে সালমান এফ রহমানের সঙ্গে ছবিসহ একটি টুইট করেছেন। তাতে তিনি লিখেছেন, গণতন্ত্রের প্রতি আমাদের অভিন্ন প্রতিশ্রুতি দ্বারা পরিচালিত বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক।
রোহিঙ্গা সমস্যার একটি টেকসই সমাধান খুঁজতে একসঙ্গে কাজ করছি আমরা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ জানাতে সাক্ষাৎ করেছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে।