সালমানের ইশারায় পোশাক ঠিক করেন ক্যাটরিনা
সম্প্রতি বলিউড সুপারস্টার সালমান খান ও বান্ধবী ক্যাটরিনা কাইফের পুরোনো একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: সম্প্রতি বলিউড সুপারস্টার সালমান খান ও বান্ধবী ক্যাটরিনা কাইফের পুরোনো একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি ক্যাটরিনা কাইফের ফ্যান পেজে শেয়ার করা হয়েছে। সেই ভিডিওিতে দেখা যায় সালমান খান কালো স্যুট, কালো শার্ট এবং কালো ট্রাউজার পরে আছেন। তার পাশে বস ক্যাটরিনা কাইফ পরে আছেন ডিপ নেকলাইনে একটি মাল্টি কালারের ওয়ান পিস।
ভিডিওতে দেখা যাচ্ছে সালমান খান চোখের ইশারায় ক্যাটরিনাকে বুকের দিকে ইঙ্গিত করেন। তারপর জামার কলার ধরে ইশারায় কিছু বলেন। মিষ্টি হেসে ব্যাপারটা ম্যানেজ করে নেন ক্যাটরিনা। চেয়ার পিছনে ঘুরিয়ে পোশাকও ঠিক করেন অভিনেত্রী।
সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে পলক তিওয়ারিকে বলতে শোনা যায়, সালমান স্যারের সেটে কাজ করার একটা নিয়ম আছে, সেটা আমি পরিচালক হিসাবে কাজ করার সময়ই বুঝতে পেরেছি। সালমানের সেটে সব মেয়েকেই ভালো মেয়ের মতো থাকতে হয়। সালমানের সেটে বুক খোলা রাখা পোশাক পরার নিয়ম নেই।
পলক আরও বলেন, সালমান স্যার ঐতিহ্য মেনে চলেন। তিনি চান মেয়েরা যেরকম পোশাক চায় পরতেই পারে। তবে তিনি সবসময় চান মেয়েরা যাতে সবসময় সুরক্ষিত থাকে।