সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া

আজ বৃহস্পতিবার বিকেলে বাদ আসর গুলশান আজাদ মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

সুলতান সালাউদ্দিন টুকুর মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া

প্রথম নিউজ, ঢাকা: সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম পিন্টু ও জাতীয়তাবাদী যুবদলের সভাপতির সুলতান সালাউদ্দিন টুকুর মাতা সালমা খাতুনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে বাদ আসর গুলশান আজাদ মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন,গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,সহধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, সহ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আসফাক, ব্যারিস্টার মীর হেলাল, কাজী সাইদুল আলম বাবুল, সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত,গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, দৈনিক দিনকাল পত্রিকার আর্ট এডিটর ম হামিদুল হক মানিক, গাজীপুর জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা,সদস্য সচিব অ্যাড রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতির সুলতান সালাউদ্দিন টুকু তার মায়ের রুহের মাগফিরাত কমনায় সকলের কাছে দোয়া চান। এছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার ভাই  আব্দুস সালাম পিন্টুর সুস্থতা কামনায় দোয়া চান তিনি। 

গত শনিবার রাত নয়টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় এমজেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সালমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।