সিলেট বেতার কেন্দ্রে আগুন, এফএম সম্প্রচার বন্ধ
প্রথম নিউজ, সিলেট : বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে সিলেট কেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ রয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে আগুন লাগার পর প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র সূত্রে জানা যায়, হঠাৎ করে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্রে আগুন দেখতে পান সেখানে কর্মরতরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন জানান, আগুন লাগার পর সিলেট কেন্দ্রের এফএম সম্প্রচার বন্ধ রয়েছে। আমরা কাজ করছি যাতে দ্রুত সময়ে সম্প্রচার শুরু করা যায়।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুপুর ১টার দিকে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। কী কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।